চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে আসন্ন ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগ উপলক্ষে নতুন জার্সি উন্মোচন করেছে হালদা ফুটবল ক্লাব। চট্টগ্রাম জেলার ফটিকছড়ির এ দলটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাইওনিয়ার লীগে। ২৭ অক্টোবর দাঁতমারা এবিজেড সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ফুটবল ক্লাবের সভাপতি ফারুক মুহাম্মদ ও ক্লাবটির খেলোয়াড়বৃন্দ এবং অত্র ক্লাবের যুব অ্যাকাডেমির খেলোয়াড়বৃন্দ।


ক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, লাল রং সাহসের প্রতীক। এজন্য ক্লাবের হোম জার্সির রং লাল। হালদা এফসির জার্সি গায়ে দেয়াটা একসময় গর্বের হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *