ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের অংশগ্রহণকারী দলগুলি এক ক্লাব প্রতিনিধি সভা গত ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭.০০ টায় এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ সংস্থার কার্য্যালয় অনুষ্ঠিত হয়। সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ফুটবল কমিটির সম্পাদক মাহবুবু উল আলম মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ইবাদুল হক লুলু। এই সময়ে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, রাকিব মাহমুদ,নির্বাহি কমিটির সদস্য জনাব সেকান্দর কবির, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, মোঃ নাছির, মোহাম্মদ মারুফ প্রমুখ। লিগের এবার ২৪টি দলের প্রতিনিধিদের অংশগ্রহণে লটারীর মাধ্যমে ৮টি গ্রæপে ভাগ করা হয়, ৮টি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৮টি দল কোয়ার্টার ফাইনাল খেলবে, এর পর সেমি-ফাইনাল হয়ে ফাইনাল খেলবে । দলগুলো হল:
গ্রুপ-ক:
১। রামপুর একাদশ ফুটবল একাডেমী।
২। পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র।
৩। হালদা ফুটবল ক্লাব।
গ্রুপ-খ :
১। শিকলবাহা স্পোর্টস একাডেমী।
২। চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
৩। মাদারবাড়ী শোভনীয়া ক্লাব।
গ্রুপ-গ:
১। মোহরা ফুটবল একাডেমী।
২। নানুপুর আর.জি. ফুটবল একাডেমী।
৩। প্রভাতি একাডেমী।
গ্রুপ-ঘ:
১। কাজল ফুটবল একাডেমী।
২। দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী।
৩। ফতেয়াবাদ ফুটবল একাডেমী।
গ্রুপ-ঙ:
১। মোহরা স্পোর্টস একাডেমী।
২। পাঠানটুলি ফুটবল একাডেমী।
৩। হাটহাজারী স্পোর্টস ক্লাব।
গ্রুপ-চ:
১। কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী।
২। আবুরখীল খেলোয়াড় সমিতি।
৩। ফরিদ ফুটবল একাডেমী।
গ্রুপ-ছ:
১। নেমা ফুটবল একাডেমী।
২। মাদারবাড়ী স্পোটির্ং ক্লাব।
৩। হাটহাজারী খেলোয়াড় সমিতি।
গ্রুপ-জ:
১। বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী।
২। ডাইনামিক ফুটবল একাডেমী।
৩। ধানসিঁড়ি
0 Comments