হালদা ফুটবল ক্লাব। একটি স্বপ্নের নাম। স্বপ্নদ্রষ্টা মো. ফারুকুল ইসলাম। যিনি ফারুক মুহাম্মদ নামে পরিচিত। দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আর পরিকল্পনার কথা জানান তার বন্ধুদের। বন্ধুদের সায় মিলে যায়।

২০ জুলাই ২০২১। সম্ভবত ঈদের ছুটিতে ফারুক ও তার বন্ধুরা আড্ডায়। আড্ডা কথা ওঠে সেই স্বপ্নটির। সেদিন প্রথম সভা অনুষ্ঠিত হয় হালদা ফুটবল ক্লাবের। সেই সভায় হালদা ফুটবল ক্লাবের যাত্রা শুরু।

ফারুক মুহাম্মদ জানান, তিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নিয়মিত দর্শক। স্পেনের লা লিগার ক্লাব বার্সেলোনার খেলা দেখতে বেশি পছন্দ করেন। তারপরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালির এসি মিলান, জার্মান লিগের বায়ার্ন মিউনিখের খেলা দেখতে পছন্দ করেন। রাত জেগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর্বের খেলা দেখেন। তিনি স্বপ্ন দেখেন ইউরোপের মত একদিন দেশের ফুটবলেও সৃষ্টি হবে ফুটবল সংস্কৃতি। যেখানে ক্লাবগুলোর থাকবে নিজস্ব স্টেডিয়াম, থাকবে অ্যাকাডেমি, বয়সভিত্তিক দল থাকবে।

তিনি আরো বলেন, ফুটবল ক্লাব গঠন করার আগে তিনি ক্লাবটির নাম নিয়ে দীর্ঘদিন ভেবেছেন। বাংলাদেশের বেশিরভাগ দলের নাম ব্যক্তির নামে। এর বাইরে আছে আবাহনী ও মোহামেডান আর হালের বসুন্ধরা। আবাহনী আর মোহামেডান নামে বিভিন্ন এলাকায় দল আছে যেমন চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, খুলনা মোহামেডান ইত্যাদি। অর্থাৎ কোনো এলাকাকে প্রতিনিধিত্ব করে এমন ক্লাব খুবই কম। চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু যদি চট্টগ্রাম না হয়ে কুমিল্লা বা ঢাকা হয় তাহলে ফ্যানবেজ গড়ে ওঠার কথা নয়।

হালদা একটি নদীর নাম। এটির উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়। নদীটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত বয়ে হাটহাজারী উপজেলার উপর দিয়ে বয়ে গিয়ে কর্ণফুলি নদীর সাথে মিশেছে। হালদা নদীকে মিঠাপানির মাছের আতুড় ঘর বলা হয়। এটি পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। হালদার সাথে বাংলাদেশ এর অন্যান্য নদী যেমন: পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদীর সংযোগ না থাকাতে রুই জাতীয় মাছের “জীনগত মজুদ” সম্পূর্ণ অবিকৃত রয়েছে। হালদা নদী কেবলমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতহ্য নয়, এটি ইউনেস্কোর শর্ত অনুযায়ী বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের ও যোগ্যতা রাখে।

হালদা নদীর মতো ফটিকছড়ি তথা চট্টগ্রাম হতে পারে বাংলাদেশের ফুটবল ও ফুটবলারদের আতুড় ঘর। সেই ভাবনা থেকে হালদা নামটি নির্বাচন করা হয়।

প্রাথমিক কমিটিও গঠন করা হয় এদিন। প্রথম কমিটি নিম্নরূপ:

  • সভাপতি : ফারুক মুহাম্মদ
  • সদস্য : জাকারিয়া ইসলাম
  • সদস্য : মামুন উদ্দীন
  • সদস্য : আব্দুল আজিজ শাকিল

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *